চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার পথসভায় ১০৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্প ও স্কুলে ৩০ কোটি টাকার ১৬টি প্রকল্পের উদ্বোধন করেন।

আরএবিএম উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ ফেব্রুয়ারী ০২, ০৬:১২ অপরাহ্ন
চট্টগ্রামের রাংগুনিয়ার রাজানগর আরএবিএম উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুধু কাঠামোগত উন্নয়ন দিয়ে স্কুলের উন্নয়ন বুঝায় না। একটি স্কুল তৈরি করতে অবশ্যই সুন্দর ভবন ও আধুনিক শ্রেণীকক্ষের প্রয়োজন। এর পাশাপাশি স্কুলের মান নির্ভর করে শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষার ফলাফলের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো অবকাঠামো দিক দিয়ে আমাদের দেশের অনেক বিদ্যালয় থেকে ছোট, কিন্তু সেসব শিক্ষাঙ্গন থেকে অনেকে নোবেল পুরস্কার পেয়েছেন। চট্টগ্রামের রাংগুনিয়ার রাজানগর আরএবিএম উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

১ ফেব্রুয়ারি বুধবার স্কুলপ্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলমের সভাপতিত্বে চট্টগ্রাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদারসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, বিগত ৭০ বছরধরে স্কুলটি আলোকবর্তিকা হয়ে মানুষ গড়ার কারখানা হিসেবে অনেক গুণীমানুষের জন্ম দিয়েছে। সে গুণী মানুষগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা এখন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখছে।

 

শিক্ষার্থীদের মধ্যে দেশত্ববোধ, মানুষের মধ্যে মমত্ববোধ এবং গুরুজনদের প্রতি কর্তব্যবোধ শেখাতে তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, এসব গুণাবলী মানুষের মন থেকে ধীরে ধীরে লোপ পাচ্ছে এবং আত্মকেন্দ্রিকতার কারনে স্বার্থপরতা বৃদ্ধি পাচ্ছে।

 

এসময় তিনি রাঙ্গুনিয়া উপজেলার পথসভায় ১০৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্প ও স্কুলে ৩০ কোটি টাকার ১৬টি প্রকল্পের উদ্বোধন করেন।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video