চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান চট্গ্রাম সিটি কর্পোরেশনের ১ নং প্যানেল মেয়র ও ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন।

মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ২০, ০৬:৫৬ অপরাহ্ন
মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির নবনির্বাচিত কর্মকর্তাবৃন্ধ প্যানেল মেয়র আবদুস সবুর লিটনকে পুষ্পমাল্য দিয়ে সম্মান জানান।

চট্গ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নং রামপুর ওয়ার্ডের অন্তর্গত মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন গত ১৯ আগস্ট মধ্যম রামপুর এলাকায় অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৫৬ জন ভোটারের মধ্যে ৩৫৫ জন ভোটার ভোট প্রদান করেন। ৯টি পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৩৩ জন।

 

নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মইনুদ্দিন শাহ খোকন, সহ-সভাপতি মো. আবু সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম বাবুল, অর্থ সম্পাদক আব্দুল আজিম, প্রচার সম্পাদক মুহাম্মদ এসহাক, দপ্তর সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও কার্যকরী সদস্য মো নূর উদ্দিন।

 

চট্গ্রাম সিটি কর্পোরেশনের ১ নং প্যানেল মেয়র ও ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর ‍লিটন সমাজ কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান ও প্রয়োজনীয় সকল সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

শান্তিপূর্ণভাবে মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকল ভোটারসহ এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

 

এসময় সমাজ কমিটির নবনির্বাচিত কর্মকর্তাবৃন্ধ প্যানেল মেয়র আবদুস সবুর ‍লিটনকে পুষ্পমাল্য দিয়ে সম্মান জানান এবং এই সমাজ কমিটি গঠন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর কমিটি গঠনে উদ্যোগ গ্রহণ করায় তার প্রতি কৃতজ্ঞতা জানান।

- নু.বা

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video