মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ২০, ০৬:৫৬ অপরাহ্ন

চট্গ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নং রামপুর ওয়ার্ডের অন্তর্গত মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন গত ১৯ আগস্ট মধ্যম রামপুর এলাকায় অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৫৬ জন ভোটারের মধ্যে ৩৫৫ জন ভোটার ভোট প্রদান করেন। ৯টি পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৩৩ জন।

 

নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মইনুদ্দিন শাহ খোকন, সহ-সভাপতি মো. আবু সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম বাবুল, অর্থ সম্পাদক আব্দুল আজিম, প্রচার সম্পাদক মুহাম্মদ এসহাক, দপ্তর সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও কার্যকরী সদস্য মো নূর উদ্দিন।

 

চট্গ্রাম সিটি কর্পোরেশনের ১ নং প্যানেল মেয়র ও ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর ‍লিটন সমাজ কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান ও প্রয়োজনীয় সকল সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

শান্তিপূর্ণভাবে মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকল ভোটারসহ এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

 

এসময় সমাজ কমিটির নবনির্বাচিত কর্মকর্তাবৃন্ধ প্যানেল মেয়র আবদুস সবুর ‍লিটনকে পুষ্পমাল্য দিয়ে সম্মান জানান এবং এই সমাজ কমিটি গঠন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর কমিটি গঠনে উদ্যোগ গ্রহণ করায় তার প্রতি কৃতজ্ঞতা জানান।

- নু.বা

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework