চট্টগ্রাম নগরীর
পাহাড়, খালের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
২৩ অক্টোবর বুধবার দুপুরে নগরীর আকবর শাহ এলাকার পাহাড় এবং খাল-ছড়া দখল করে তৈরী হওয়া
অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে ওয়াসা, সিটি কর্পোরেশন, পিডিবিসহ
১২ টি সংস্থা অভিযানে অংশ নেয়। এসময় পাহাড় কেটে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা
গুড়িয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জানান, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে গতকাল সীমানা নির্ধারণ করে প্রশাসন। বিদ্যুৎ পানির লাইন কেটে দিয়ে চলে অভিযান। জেলা প্রশাসন জানায় দীর্ঘদিন ধরেই প্রভাবশালীরা এসব জায়গা দখল করে রেখেছিলো। অবৈধভাবে দখল করে এসব জায়গা বেচা-বিক্রীও হয়েছে। প্রশাসন বলছে আজ থেকে শুরু হওয়া অভিযানের মাধ্যমে এসব অবৈধ দখলদারদের স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে।
- মা.ফা.
মন্তব্য করুন