চট্টগ্রাম জেলা
ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭ তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা
২০২২-এর চট্টগ্রাম ভেন্যূ পর্যায়ের খেলা আগামী ১৫-১৮ অক্টোবর ২০২২ তারিখ হতে চট্টগ্রাম
এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা
আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আগামী ১৫ অক্টোবর
শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।
আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭ তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা ২০২২-এর চট্টগ্রাম ভেন্যূ
পর্যায়ের এ প্রতিযোগিতায় মোট ৭টি দল অংশগ্রহণ
করছে। দলগুলো হলো- চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাঙ্গামাটি জেলা, চট্টগ্রাম শিক্ষাবোর্ড,
ফেনী জেলা, চট্টগ্রাম বিভাগ ও নোয়াখালী জেলা।
সিজেকেএস হকি
কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য আবুল হাসেমের সভাপতিত্বে ও সম্পাদক লুৎফুল করিম
সোহেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম
সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেম হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ,
নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক মকসুদুর রহমান
বুলবুল, নিজাম উদ্দীন নিজু, সদস্য মহসিনুল হক চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর ও চট্টগ্রাম
জেলা হকি দলের চীফ দ্যা মিশন সাইফুল ইসলাম খান, কাউন্সিলর আক্তারুজ্জামান, আলী হাসান
রাজু ও সরওয়ার আলম চৌধুরী মনি।
- মা.সো
মন্তব্য করুন