চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

বাঁশখালীতে ১ম বারের মতো ফুটবল লীগ আয়োজন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ১৫, ০৪:৩৯ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১ম বারের মতো আয়োজিতব্য বাঁশখালী উপজেলা ফুটবল লীগ ২০২৪-এ অংশগ্রহনকারী দলসমুহের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ মে মঙ্গলবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আবদুল খালেক পাটোয়ারী।

 

বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ বড়ুয়া, নির্বাহী সদস্য ও সাংবাদিক কল্যাণ বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ফিফা ফুটবল রেফারী বিটুরাজ বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মনজুরুল আলম, মো. লোকমান, সরকারি আলাওল কলেজ, বাঁশখালী ডিগ্রী কলেজ, মাষ্টার নজির আহমদ ডিগ্রী কলেজ, পশ্চিম বাঁশখালী উপকুলীয় ডিগ্রী কলেজের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠন প্রতিনিধি মো. নাছির উদ্দিন, সেলিম কাদের চৌধুরী, মো. সাইফুল আজম, মোহাম্মদ এরশাদ, রিফাতুল ইসলাম রুবেল প্রমুখ।

 

সভায় বাঁশখালী উপজেলা ফুটবল লীগ ২০২৪ এবং আন্ত-কলেজ ফুটবল লীগ শুরু করার ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আলোচনা হয়। আগামী ২৫ মে থেকে ৩০ মে পর্যন্ত ক্লাবের খোলোয়াড়দের রেজিস্ট্রেশন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয় । বঙ্গবন্ধু আন্ত-কলেজ ফুটবল টুর্ণামেন্ট আগামী ২৬ ও ২৭ মে কলেজ পর্যায়ে অনুষ্ঠিত হবে।


- মা.ফা.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video