চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

শহীদ শাহজাহান সংঘ ক্রিকেট কমিটির পরিচিতি ও জার্সি উম্মোচন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৯, ০২:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সিজেকেএস-ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২৪ এ অংশগ্রহণের লক্ষ্যে ঐতিহ্যবাহী শহীদ শাহজাহান সংঘ দলের ক্রিকেট কমিটির পরিচিতি ও জার্সি উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

 

১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম। কমিটির সমন্বকারী সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশ-এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ক্রিকেট কমিটির সম্পাদক ও কমিটির কো-চেয়ারম্যান একেএম আব্দুল হান্নান আকবর, সিজেকেএস কাউন্সিলর মো. রাশেদ, কমিটির কো-চেয়ারম্যান ও সিজেকেএস কাউন্সিলর ফরিদ আহমেদ, কমিটির সম্পাদক আব্দুল হাই জাহাঙ্গীর, প্রধান সমন্বয়কারী ম. সালাউদ্দীন, দলীয় ম্যানেজার কাজী মাইনুল হায়দার সনি, কমিটির সদস্য মকসুদুর রহমান বুলবুল, সিজেকেএস সাবেক কাউন্সিলর মনির হোসেন খোকা, ক্রীড়ামোদী ও ক্রীড়া সংগঠক মোস্তাফিজুর রহমান মানিক, সোহেল আহমেদ, মো: অলিউর রহমান, ইসমাইল হোসেন সোহেল, মো. ইমরান হোসেন, সাইফুল্লাহ রাহাদ, রাহাদ আমিন শিবলি, মো. আমিন, সানি দত্ত, আজিজুল হাকিম মুন্না, দলীয় কোচ ফারুখ আহমেদ টিটু, সহকারী কোচ আরডি নাথ কাজল প্রমুখ।

 

অনুষ্ঠানে শহীদ শাহজাহান সংঘের ক্রিকেট কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয় এবং লীগে অংশগ্রহণকারী দলের জার্সি উম্মোচন করা হয়।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video