চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

মিউনিসিপ্যাল স্কুল সবগুলো ম্যাচে জয়লাভ করে সর্বোচ্চ ১৫ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন এবং সমসংখ্যক খেলায় সুপার থ্রীর অপর দল নাসিরাবাদ ৯ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় প্রেম ঘোষ এবং সর্বোচ্চ গোলদাতা অনিক দাস।

২৪তম স্কুল হকি লীগে অপরাজিত চ্যাম্পিয়ন মিউনিসিপ্যাল স্কুল

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ নভেম্বর ১৩, ০৪:০৩ অপরাহ্ন
হকি কেন্দ্র ২৪তম স্কুল হকি লীগে অপরাজিত চ্যাম্পিয়ন দল মিউনিসিপ্যাল স্কুল হকি টিম।

শতভাগ জয়ের রেকর্ড গড়ে চমৎকার নৈপুন্য দেখিয়ে হকি কেন্দ্রের ২৪তম স্কুল হকি লীগের ১১তম শিরোপা ঘরে তুললো চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল। সুপার থ্রীর শেষ ম্যাচে নাসিরাবাদ স্কুলকে ৪-২ গোলে পরাজিত করে এ কৃতিত্ব অর্জন করে স্বাগতিক মিউনিসিপ্যাল স্কুল।

 

১২ নভেম্বর শনিবার টুর্নামেন্টে নাসিরাবাদ স্কুলের বিপক্ষে মিউনিসিপ্যাল স্কুলের পক্ষে অনিক ৩টি ও নিশান ১টি করে গোল করে। পক্ষান্তরে, নাসিরাবাদের পক্ষে জেভিয়ার ও শরফুদ্দিন ১টি করে গোল করে ব্যবধান কমায়। লীগে ৫ খেলা শেষে মিউনিসিপ্যাল স্কুল সবগুলো ম্যাচে জয়লাভ করে সর্বোচ্চ ১৫ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। সমসংখ্যক খেলায় সুপার থ্রীর অপর দল নাসিরাবাদ ৯ পয়েন্ট অর্জন করে স্কুল হকি লীগে রানার্স আপ হয়।

 

লীগে ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করে অনিক দাস (মিউনিসিপ্যাল)। লীগের সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করে প্রেম ঘোষ (মিউনিসিপ্যাল) এবং ম্যাচসেরা হয় সৈয়দ মোহাম্মদ হোসাইন (নাসিরাবাদ)।

 

খেলা শেষে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা মুহাম্মদ মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক লুৎফুল করিম সোহেল। এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হকি কেন্দ্র পরিচালক এবং জেলার সাবেক কৃতি হকি খেলোয়াড় মোশফেকুর রহমান আরমান।

- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video