চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

খেলাধুলা

আটটি গ্রুপের সমন্বয়ে ৩২টি দলের অংশগ্রহণে সেবানিকেতন বনাম বাকলিয়া (জুনিয়র) একাদশের উদ্বোধনী খেলার মাধ্যমে সিজেকেএস সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩ টুর্নামেন্ট শুরু হচ্ছে মঙ্গলবার।

সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ডিসেম্বর ০৬, ০২:০৯ অপরাহ্ন
সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩ এর প্রেস ব্রিফিং।

চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে ৩২ দলের অংশগ্রহণে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২২-২৩ শুরু হচ্ছে ।

 

৫ ডিসেম্বর রবিবার সিজেকেএস ও সিডিএফএ আয়োজিত সংবাদ সম্মেলনে ৬ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে ৩য় বিভাগ ফুটবল লীগ উদ্বোধনের তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে লীগের উদ্বোধনী খেলায় মুখোমুখী হবে সেবানিকেতন বনাম বাকলিয়া একাদশ (জুনিয়র)। এই টুর্নামেন্টে গ্রুপ পদ্ধতিতে অংশগ্রহণকারী দলসমূহকে লটারির মাধ্যমে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে। চট্টগ্রামের এম.এ আজিজ ও বন্দর স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এ লীগের বাজেট নির্ধারণ করা হয়েছে ৮লাখ ১৩ হাজার টাকা।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস অতিরিক্তি সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস যুগ্ম-সাম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, নাসির মিঞা, হারুন আল রশীদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত প্রমূখ।


- ই.হো  

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video