চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাকলিয়া কন্সট্রাকশন এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস বাকলিয়া কন্সট্রাকশন ৩য় বিভাগ ক্রিকেট লীগ ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (১০ এপ্রিল) নগরীর এম.এ.আজিজ স্টেডিয়াম মাঠে সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিসিবির সম্মানিত পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো: হাফিজুর রহমান,সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান ও শওকত হোসাইন, সিজেকেএস নির্বাহী সদস্য মো: দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিজেকেএস কাউন্সিলর নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এনামুল হক, আব্দুর রশীদ লোকমান, সাইফুল্লা চৌধুরী, তিমির বরণ চৌধুরী, লুৎফুল করিম সোহেল, আলী হাসান রাজু, এ্যাডভোকেট শাহবাজ মুনতাসিরসহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
- ছবি ও তথ্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা
- মা.ফা/জা.হো.ম
মন্তব্য করুন