চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

খেলাধুলা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ Jun ২৫, ০২:০৩ অপরাহ্ন
সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২২-এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস-এর সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস-এর সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র  আ.জ.ম. নাছির উদ্দীন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেকেএস-এর সাবেক সহ-সভাপতি ও অ্যাথলেটিক্স কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক এবং অ্যাথলেটিক্স কমিটির সম্পাদক মো. কামাল উদ্দীন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মো. হারুন আল রশীদ, সিজেকেএস কাউন্সিলর আব্দুর রশীদ লোকমান, ওসামান গনি রানা, শৈবাল দাশ সুমন।

 

আয়োজিত প্রতিযোগিতায় সিজেকেএস-এর অনুমোদিত ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার ১৫ টি দলের ৭৮ জন পুরুষ ও ৪৬ জন মহিলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলগুলো পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম ফুটবল ক্লাব, সেবানিকেতন, শতদল ক্লাব, বাকলিয়া একাদশ ক্লাব (জুনিয়র), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), আমিন ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, রাউজান উপজেলা, স্টার ক্লাব, শহীদ শাহজাহান সংঘ, বিসিআইসি ক্রীড়া সংসদ, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, সীতাকুন্ড উপজেলা, এম এইচ স্পোর্টিং, চট্টগ্রাম আবাহনী লি. (জুনিয়র)।

প্রতিযোগিতায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল সর্বমোট ৮১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ৩৮ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়।

 

-সংবাদ বিজ্ঞপ্তি


-মা ফা / জা হো ম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video