চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

প্রতিযোগিতায় ২১ টি ইভেন্টে ১০ টি দলের প্রায় ১২০ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও আমিন ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ২য় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়।

সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ ডিসেম্বর ২১, ১২:৫৩ অপরাহ্ন
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২২-২৩ এর সমাপনী অনুষ্ঠানে ট্রফি হাতে বিজয়ী দলের খেলোয়ার, কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২২-২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

 

২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। সাবেক সিজেকেএস সহ-সভাপতি ও অ্যাথলেটিক্স কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাথলেটিক্স কমিটির সম্পাদক মো. কামাল উদ্দীন।

 

দিনব্যাপী সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২১ টি ইভেন্টে ১০ টি দলের প্রায় ১২০ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও আমিন ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ২য় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়।

 

প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, অ্যাথলেটিক্স কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

 

প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সিজেকেএস-এর সর্বস্তরের কর্মকর্তা, অ্যাথলেটিক্স কমিটির সদস্যবৃন্দ, বিচারকবৃন্দ, অংশগ্রহণকারী দলের কর্মকর্তা ও অ্যাথলেটসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video