চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

ফাইনালের ম্যান অব দা ম্যাচ আবদুস সোবহান একাডেমীর সুজয় দে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় আনোয়ারা একাডেমীর মো. আকিল, টুর্নামেন্ট সেরা গোলদাতা ফরিদ একাডেমীর জাহিদুল এবং টুর্নামেন্ট সেরা গোলকিপার আবদুস সোবহান একাডেমীর সোমপ্রিয় দে।

শেখ রাসেল এনএইচটি হোল্ডিং একাডেমী ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আবদুস সোবহান ফুটবল একাডেমী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ সেপ্টেম্বর ০৭, ০৫:৫৫ অপরাহ্ন
শেখ রাসেল এনএইচটি হোল্ডিংস একাডেমী কাপ (অনূর্ধ্ব-১৩) ফুটবল টুর্নামেন্ট-এ চ্যাম্পিয়ন আবদুস সোবহান ফুটবল একাডেমী।

এনএইচটি হোল্ডিং-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ রাসেল এনএইচটি হোল্ডিং একাডেমী কাপ (অনুর্ধ্ব-১৩) ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আবদুস সোবহান ফুটবল একাডেমী। 

 

৬ সেপ্টেম্বর বুধবার বিকালে এম এ আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল এনএইচটি হোল্ডিং একাডেমী কাপ (অনুর্ধ্ব-১৩) ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পটিয়ার আবদুস সোবহান ফুটবল একাডেমী ৩-০ গোলে আনোয়ারা ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় আনোয়ারা ফুটবল একাডেমী। ফাইনাল খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন আবদুস সোবহান ফুটবল একাডেমীর খেলোয়াড় সুজয় দে (জার্সি-১০)। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন আনোয়ারা ফুটবল একাডেমীর খেলোয়াড় মো. আকিল, টুর্নামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হন ফরিদ ফুটবল একাডেমীর খেলোয়াড় জাহিদুল এবং টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার লাভ করেন আবদুস সোবহান ফুটবল একাডেমীর গোলকিপার সোমপ্রিয় দে।

 

খেলা শেষে সিডিএফএ সভাপতি এসএম শহীদুল ইসলামের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

 

সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস সহ সভাপতি মো.  হাফিজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি হোল্ডিংস লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. তানসির।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিয়া, সাবেক সিজেকেএস নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ও আছলাম মোরশেদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মুজিবুর রহমান, আনোয়ারুল ইসলাম, প্রবীন কুমার ঘোষ, চৌধুরী হাসান মাহমুদ, লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, সৈয়দ নুর নবী লিটন, আবু জাহেদ, জাহেদ হোসেন, ডা. তিমির বরণ চৌধুরী, সাইফুল আলম বাপ্পী, আবদুর রশিদ লোকমান, এম এ মুছা বাবুল, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী, নির্বাহী সদস্য আবদুল হান্নান মিরণ, কাজী জসিম উদ্দিন, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, হেলাল উদ্দিন টিপু, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ প্রমুখ।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video