বাংলাদেশ অলিম্পিক
এসোসিয়েশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ
যুব গেমস্-২০২৩ আন্তঃউপজেলা চট্টগ্রাম তায়কোয়ানডো (তরুণ ও তরুণী) ইভেন্টের শুভ উদ্বোধন
করা হয়েছে।
৯ জানুয়ারী সোমবার সকালে চট্টগ্রাম সিজেকেএস জিমন্যাশিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক ও তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ আন্তঃউপজেলা চট্টগ্রাম পর্বের কো-অর্ডিনেটর মো. হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর মো. লুৎফুল করিম সোহেল, সিজেকেএস তায়কোয়ানডো কমিটির যুগ্ম-সম্পাদক আমির হোসেন সোহাগ ও আবদুল্লাহ-আল-নোমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
- মা.সো.
মন্তব্য করুন