চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

উদ্ধোধনী খেলায় ফতেয়াবাদ ফুটবল একাডেমী ৪-০ গোলে ফিউচার একাডেমীকে পরাজিত করে।

বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪ এর চট্টগ্রাম ভেন্যুর উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ ডিসেম্বর ২০, ০৪:৫১ অপরাহ্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের তত্ত্বাবধানে বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪ এর চট্টগ্রাম ভেন্যুর উদ্বোধন করা হয়েছে।

 

১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ লীগের শুভ উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। সিডিএফএ সভাপতি সৈয়দ মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, মোহাম্মদ শাহজাহান, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিডিএফএ নির্বাহী সদস্য আবু সরওয়ার, সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল, সাইফুল আলম খান, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সোহেল আহমদ, জসিমুল হুদা, মোশাররফ হোসেন লিটন, সিডিএফএ কাউন্সিলর আয়াজ মোহাম্মদ রকি প্রমূখ।

 

উদ্ধোধনী খেলায় ফতেয়াবাদ ফুটবল একাডেমী ৪-০ গোলে ফিউচার একাডেমীকে পরাজিত করে।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video