চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কক্সবাজার সিটি কলেজের খেলোয়াড় কেলাইন রাখাইন, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন কক্সবাজার সিটি কলেজের খেলোয়াড় ইমরুল কায়েস বাপ্পি (৬ গোল)।

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন কক্সবাজার সিটি কলেজ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ আগস্ট ০৯, ০২:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কক্সবাজার সিটি কলেজ ৪-০ গোলে নোয়াখলী জেলার কবিরহাট সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কক্সবাজার সিটি কলেজের খেলোয়াড় কেলাইন রাখাইন, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন কক্সবাজার সিটি কলেজের খেলোয়াড় ইমরুল কায়েস বাপ্পি (৬ গোল)। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এই দুই কলেজ জাতীয় আন্তঃকলেজ পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

 

৮ আগষ্ট মঙ্গলবার আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।

 

চসিক ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব-এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, নাসির মিয়া, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট সদস্য সচিব হারুন অর রশিদ (কাজল), সিজেকেএস কাউন্সিলর লুৎফুল করিম সোহেল, সাইফুল আলম খান, আলী হাসান রাজু, জাফর ইকবাল, চট্টগ্রাম সরকারী শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক ও ম্যাচ কমিশনার এসএম গিয়াস উদ্দিন বাবর, মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সম্পাদক মোশাররফ হোসেন লিটন, শিকলবাহা স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা সম্পাদক মো. ফরিদ, ফিজিও মো. আবু হানিফসহ বিভাগীয় ও জেলা প্রশাসন এবং অংশগ্রহণকারী কলেজের কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video