চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

ফাইনালে পশ্চিম গহিরা খেলোয়াড় সমিতির ১০ ওভারে ১১৪ রানের জবাবে হাজী মোহাম্মদ ইউনুস মেমোরিয়াল একাডেমী ১ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইউনুস মেমোরিয়াল একাডেমীর মো. ইমন।

ফতেয়াবাদ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইউনুস মেমোরিয়াল একাডেমী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ মে ১৮, ০১:১৪ অপরাহ্ন
ফতেয়াবাদ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইউনুস মেমোরিয়াল একাডেমীর হাতে ট্রফি তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

চট্টগ্রামে ফতেয়াবাদ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-এ হাজী মোহাম্মদ ইউনুস মেমোরিয়াল একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। ফতেয়াবাদ কে কে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফতেয়াবাদ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে পক্ষকালব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে ৩৪টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনালে পশ্চিম গহিরা খেলোয়াড় সমিতি ১০ ওভারে ১১৪ রান করতে সক্ষম হয়। জবাবে হাজী মোহাম্মদ ইউনুস মেমোরিয়াল একাডেমী ১ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হাজী মোহাম্মদ ইউনুস মেমোরিয়াল একাডেমীর খেলোয়াড় মো. ইমন ৩ ওভারে ২৫ রান খরচে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

 

১৬ মে মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ-সভাপতি চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৮ সংসদীয় আসনের সাংসদ নোমান আল মাহমুদ। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চসিক কাউন্সিলর ড. নেসার উদ্দিন আহমেদ মন্জু, কাউন্সিলর গাজী শফিউল আজম, চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, সাবেক কাউন্সিলর তৌফিক আলম চৌধুরী, রাউজান পৌরসভা কাউন্সিলর মো. আলমগীর আলী, এস.এম দিদারুল আলম প্রমুখ।


- মা.সো.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video