চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২২ এ শতদল কে ৪-০ গোলে পরাজিত করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ব্রাদার্স ইউনিয়ন।

প্রিমিয়ার ফুটবল লীগ-২০২২ রানার্সআপ ব্রাদার্স ইউনিয়ন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ২০, ০১:৩২ অপরাহ্ন
জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২২ এর রানার্স আপ ব্রাদার্স ইউনিয়ন।

 

চট্টগ্রামে জিপিএইচ ইস্পাত লিমিটেডের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২২ এর রানার্স আপ নির্ধারণী প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে শতদল কে ৪-০ গোলে পরাজিত করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ব্রাদার্স ইউনিয়ন।

 

১৯ অক্টোবর বুধবার দুপুরে এম.এ আজিজ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাব্দ্দুীন মো. জাহাঙ্গীর, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, মো. দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দিন, আব্দুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, আবু জাহেদ, আব্দুর রশিদ লোকমান, এম.এ মুছা বাবলু, সিডিএফএ কাউন্সিলর সালাহ উদ্দিন জাহেদসহ টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।


- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video