চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

১৯ ও ২০তম জাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় খেলোয়াড়দের জন্য সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন।

জাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা দলকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ ফেব্রুয়ারী ০৬, ০২:০৮ অপরাহ্ন
সংবর্ধিত চট্টগ্রাম জেলা তায়কোয়ানদো দলের খেলোয়াড়দের সাথে অতিথি ও কর্মকর্তাবৃন্দ।

মুজিব বর্ষ ট্রাস্ট ব্যাংক ১৯তম জাতীয় সিনিয়র-জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২১ এবং ট্রাস্ট ব্যাংক ২০তম জাতীয় সিনিয়র-জুনিয়র তায়কোয়ানদো প্রতিযোগিতা ২০২২-এ মহিলা জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম জেলা দল। এ উপলক্ষে চট্টগ্রাম জেলা তায়কোয়ানদো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের জন্য সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন।  

 

৫ ফেব্রুয়ারী রবিবার সিজেকেএস কনভেনশন হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। এসময় খেলাধুলার উন্নতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য কর্পোরেট হাউজ সমূহকে খেলোয়াড়দের পাশে থাকার জন্য অনুরোধ জানান প্রধান অতিথি। একইসাথে সিজেকেএস-এর পক্ষ থেকে সবসময় খেলোয়াড়দের পাশে থাকারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক ও তায়কোয়ানদো কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরী। তায়কোয়ানদো কমিটির যুগ্ম সম্পাদক ও প্রধান প্রশিক্ষক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, একেএম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাসেম।

 

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য আনম ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, মো. লুৎফুল করিম সোহেল, মুজিবুর রহমান, মো. জাহেদ হোসেন, সৈয়দ নুর নবী লিটন, সিজেকেএস তায়কোয়ানদো কমিটির যুগ্ম সম্পাদক আমির হোসেন সোহাগ, সদস্য নিজাম উদ্দিন নিজু, গুলশান আরা, তায়কোয়ানদো প্রশিক্ষক এরশাদ আহমেদ প্রমুখ।


- মা.সো.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video