চট্টগ্রাম জেলা
ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সিজেকেএস-সিডিএফএ
৩য় বিভাগ ফুটবল লীগ-২০২২ এ অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড়দের দলবদল কার্যক্রম শুরু
হয়েছে।
২১ নভেম্বর সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাদের উপস্থিতিতে চট্টগ্রাম সিডিএফএ কার্যালয়ে এ কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, দলবদল উপ-কমিটির আহ্বায়ক ও সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, মো. দিদারুল আলম, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, সিজেকেএস ফুটবল কমিটির যুগ্ম-সম্পাদক আখতারুজ্জামান, সিডিএফএ কাউন্সিলর সালাউদ্দিন জাহেদ, সিডিএফএ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াছির আরাফাত প্রমুখ।
- মা.সো
মন্তব্য করুন