চট্টগ্রামের ক্রীড়াপ্রেমীদের
দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে উত্তর কাট্টলীতে প্রাকৃতিক মনোরম পরিবেশে সাগরের কূল ঘেঁষে
ও টোল রোড সংলগ্ন এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে
ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে যাত্রা শুরু করলো শেখ রাসেল
মিনি স্টেডিয়াম।
১৮ অক্টোবর মঙ্গলবার
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে সকালে আন্তঃস্কুল ও কলেজের
ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে স্টেডিয়ামের শুভ উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের
সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। স্টেডিয়াম
উদ্বোধন শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সীতাকুণ্ড-৪ আসনের
সংসদ সদস্য দিদারুল আলম।
অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপ ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার
ট্রাস্টের পরিচালক, মোহাম্মদ সাইফুল আলম, আমরা রাসেল স্মৃতি পরিষদের সভাপতি ও মনজুর
আলমের দৌহিত্র নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি আ.জ.ম নাছির উদ্দিন বলেন, ক্রীড়াপ্রেমীদের জন্য এটা অত্যন্ত সুখবর যে,
চট্টগ্রামে আরেকটি স্টেডিয়াম নির্মিত হলো। আমরা খুবই আনন্দিত। এর মাধ্যমে চট্টগ্রাম
থেকে আরো বেশি খেলোয়াড় তৈরী হবে। শেখ রাসেলের
নামে এই স্টেডিয়াম নির্মাণ করার জন্য চট্টগ্রাম ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা সাবেক
মেয়র মনজুর আলমকে ধন্যবাদ জানাচ্ছি। স্টেডিয়ামকে আরো আধুনিকায়ন ও যুগোপযোগী করতে সার্বিক
পরামর্শসহ আমার আন্তরিকতা চলমান থাকবে।
অনুষ্ঠানে সাবেক
মেয়র এম মনজুর আলম বলেন, শেখ রাসেলকে তরুণ প্রজন্মের নিকট চিরস্মরণীয় করে রাখতে আজ
থেকে যাত্রা শুরু হলো শেখ রাসেল মিনি স্টেডিয়ামের। আমরা চাই শেখ রাসেল বেঁচে থাকুক
তরুণ প্রজন্মের হৃদয়ে হৃদয়ে। এই স্টেডিয়াম দলমত নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত থাকবে।
৩৩০ ফুট দৈর্ঘ্য ও ২০০ ফুট প্রস্থ এই স্টেডিয়ামে গ্যালারি, ড্রেসিং রুম, চারদিকে নিরাপত্তা,
বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলসহ খেলাধুলার জন্য সম্পূর্ণ
উপযোগী একটি স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে কেক
কেটে শেখ রাসেলের জন্মদিন পালন ও উপস্থিত সকলকে মিষ্টি এবং খাবার প্রদান করা হয়। মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের
অধ্যাপক কাজী মাহবুবুর রহমান ও লায়লা নাজনীন রবের যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব
নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাহিদুল আলম,
মহিলা কাউন্সিলর তাসলিমা নুর জাহান রুবি, বীর মুক্তিযোদ্ধা হাজী বেলাল আহমেদ, মহানগর
আওয়ামী স্বেচ্চাসেবকলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ লোকমান, আকবর শাহ থানা আওয়ামীলীগের
সহ সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলতাফ হোসেন, আওয়ামীলীগ নেতা শফিউল
আলম, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, তাহের মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের
আজাদ খানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরাবৃন্দ।
- মা.সো
মন্তব্য করুন