চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১৫টি উপজেলার প্রায় ১০০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা এবং রানার্স আপ হয় লোহাগাড়া ক্রীড়া সংস্থা।

চট্টগ্রামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১২, ০২:২০ অপরাহ্ন
চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পরিচালনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স ২০২৩ এর চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ১১ ফেব্রুয়ারী শনিবার চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাথলেটিকস কমিটির সম্পাদক মো. কামাল উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান, একেএম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য্য, হারুন আল রশিদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।  

 

প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য মো. শাহজাহান, নাছির মিয়া, অ্যাথলেটিকস কমিটি, কাউন্সিলরবৃন্দসহ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ।

 

এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১৫টি উপজেলার প্রায় ১০০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে লোহাগাড়া ক্রীড়া সংস্থা।


- মা.সো.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video