চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

খেলাধুলা

৩৬তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৪ টি ইভেন্টের মাধ্যমে অংশ নেয় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানরা।

চট্টগ্রামে বিভাগীয় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ জানুয়ারী ১৫, ০৬:০৩ অপরাহ্ন
চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে ৩৬তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

খেলাধুলা করবো, সুস্থ স্বদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় ৩৬তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ জানুয়ারি শনিবার সকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী। প্রধান অতিথি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন চৌধুরীর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। এসময় প্রতিযোগীরা কুচকাওয়াজের মাধ্যমে প্রধান অতিথিকে সালাম প্রদান করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

এসময় বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক মু. মহসিন চৌধুরী, চট্টগ্রাম পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চট্টগ্রামের পরিচালক মো. নওয়াব আসলাম হাবীব, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম বিভাগের ১১ জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এসময় প্রধান অতিথি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি  ক্রীড়াক্ষেত্রেও দক্ষ ও  যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে দক্ষতার শিখরে পৌঁছে দেওয়ার জন্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও জেলা প্রশাসকদের অনুরোধ জানান তিনি ।

 

এবারে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানরা ৩৪ টি ইভেন্টের মাধ্যমে ক্রিড়া প্রতিযোগিতায় স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।

 

পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video