চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ অক্টোবর ১৪, ১১:৫৩ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা উদ্বোধন করছেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বালক ও বালিকা উভয় বিভাগে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার চ্যাম্পিয়ন ২২টি দল। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বালক বিভাগে ৩টি ও বালিকা বিভাগে ৩টি খেলা অনুষ্ঠিত হয়।

 

১৩ অক্টোবর শুক্রবার সকালে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা।

 

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট চট্টগ্রামের সুপারিনটেনডেন্ট মো. জয়নাল আবেদীন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও টুর্নামেনট পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম লেদু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মো. শাহজাহান, জেলা ক্রীড়া অফিসার মো. হারুন-অর-রশিদ কাজল, সিজেকেএস ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আলী হাসান রাজু, কাজী জসিম উদ্দীন, আবু জাহেদ, রায়হান উদ্দিন রুবেল, রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার মামুন কবীর, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল্লাহ আল মামুন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন, পিটিআইর সহকারী সুপারিনটেনডেন্ট শাহীন আকতার চৌধুরী। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রাথমিক শিক্ষার কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক খেলা উপভোগ করেন।

 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দিনের প্রথম খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর মডেল সপ্রাবি ৯-০ গোলে চাঁদপুর জেলার সাছিয়াখালী হোসেন আলী সপ্রাবিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সামিয়া হ্যাটট্রিক করেন।  খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে খাগড়াছড়ি জেলার বড়পাড়া সপ্রাবি ৫-৪ গোলে চট্টগ্রাম জেলার জুজখোলা সপ্রাবিকে পরাজিত করে। দিনের তৃতীয় খেলায় রাঙ্গামাটি জেলার পানছড়ি সপ্রাবি চমৎকার ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে ফেনী জেলার চর মধুয়াই সপ্রাবিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে। বিজয়ী দলের পক্ষে নমিতা চাকমা একাই হ্যাটট্রিকসহ ০৪ গোল করেন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দিনের প্রথম খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সপ্রাবি ৪-১ গোলে ফেনী জেলার চর সাহাভীকারী আনোয়ারা সপ্রাবিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সাইদুল ২টি গোল করেন। দ্বিতীয় খেলায় চাঁদপুর জেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবি ২-০ গোলে খাগড়াছড়ি জেলার খরানসিং কার্বারী পাড়া সপ্রাবিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে নুরুন্নবী ও শেখ মোঃ তাসিন প্রত্যেকে একটি করে গোল করেন। দিনের শেষ খেলায় চট্টগ্রাম জেলার জালিয়াঘাটা সপ্রাবি ২-১ গোলে লক্ষীপুর জেলার চর আবাবিল সপ্রাবিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রিফাতুল ইসলাম ২টি গোল করেন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দিনে (১৪ অক্টোবর) বালক ও বালিকা উভয় বিভাগে ৪টি করে মোট ৮টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


- খেলাধুলা ডেস্ক

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video