চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুশীলন মাঠে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি আয়োজিত ৫ম বারের মত প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নিতাই চন্দ্র দাশের সভাপতিত্বে ১ সেপ্টেম্বর বিকালে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি কর্পোরেশন মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায়
অনুষ্ঠানে সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক সাইফুল ইসলাম, কর
আইজীবী সমিতিরি সাবেক সভাপতি আব্দুল মালেক, জামাল উদ্দীন, জয় শান্ত বিকাশ বড়ুয়া,
সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নূর হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম,
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক এ্যাড. মো. আলমঙ্গীর, যুগ্ম আহ্বায়ক এ.এম শাহেদ
চৌধুরী, সদস্য সচিব এ্যাড. ফৌজিয়া খানম, তৌহিদুল ইসলাম, দিদারুল আলম আকাশ, জাবেদ
আহমেদ, পারুল আক্তার, মো. মামুনুর রশিদ, কুতুব উদ্দীন, মো. ইয়াছিন প্রমূখ উপস্থিত
ছিলেন।
টুর্নামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী মোট ৪ টি দল অংশগ্রহণ
করে। পদ্মা ও মেঘনা দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল
খেলা অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর বিকাল ৩.০০ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে।
- নু.বা
মন্তব্য করুন