চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

উদ্ধোধনী খেলায় চাঁন্দগাও স্পোর্টিং ক্লাব ২-০ গোলে কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চাঁন্দগাও স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আবদুল্লাহ বিন মাবুদ।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ২য় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ ডিসেম্বর ১১, ১২:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ইউনিফ্রেন্ডস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-সিডিএফএ-ইউনিফ্রেন্ডস লি. ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়েছে।

 

১০ ডিসেম্বর রবিবার বিকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত লীগের শুভ উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ,জ,ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন সিডিএফএ সভাপতি এসএম শহীদুল ইসলাম।

 

সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদুর সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি একেএম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস নির্বাহী সদস্য ও সিডিএফএ কোষাধ্যক্ষ মোহা. শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, আকতারুজ্জামান, মোহাম্মদ রাশেদুর রহমান মিলন, সৈয়দ মোহাম্মদ তানসীর, মো. মুজিবর রহমান, মো. এনামুল হক, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, কাজী মোহাম্মদ জসীম উদ্দীন, আবদুল হান্নান মিরণ, সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ প্রমুখ।

 

সিজেকেএস সিডিএফএ ইউনিফ্রেন্ডস লি. ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৩-২৪ উদ্ধোধনী খেলায় চাঁন্দগাও স্পোর্টিং ক্লাব ২-০ গোলে কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চাঁন্দগাও স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আবদুল্লাহ বিন মাবুদ (জার্সি- ১২)। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর আবুল হাসনাত চৌধুরী।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video