চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলাধুলা

আগামী ১০ ডিসেম্বর শনিবার বিকালে একই মাঠে মুক্তাঙ্গন খেলাঘর আসর বনাম সংকেত খেলাঘর আসর, পূর্বাশা খেলাঘর আসর বনাম সোপান খেলাঘর আসরের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খেলাঘর আন্তঃ আসর ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ ডিসেম্বর ০৩, ০৫:০৮ অপরাহ্ন
খেলাঘরের গৌরবের ৭০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নান্দনিক আয়োাজনের অংশ হিসেবে পটিয়া এস.এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োাজিত খেলাঘর আন্তঃ আসর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

চট্টগ্রামে খেলাঘর আন্তঃ আসর ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। ২ ডিসেম্বর শুক্রবার পটিয়া এস.এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োাজিত টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মো. জালাল উদ্দিন।

 

খেলার জন্য মাঠ চাই, আনন্দময় শৈশব চাই এ প্রত্যয়ে খেলাঘরের গৌরবের ৭০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নান্দনিক আয়োাজনের অংশ হিসেবে অনুষ্ঠিত খেলায় আটটি আসর অংশগ্রহণ করে। সংগঠনের সাধারণ সম্পাদক শৈবাল আদিত্যের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর এ.বি.এম আবু নোমান।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রেজাউল কবির, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য, দক্ষিণ জেলা সহ-সভাপতি আবুল ফজল বাবুল, সহ-সভাপতি অধ্যাপক বিপ্লব বসু, প্রদীপ বিশ্বাস, টুর্নামেন্ট পরিচালনা কমিটির  চেয়ারম্যান অধ্যাপক ভগীরথ দাশ, সদস্য সচিব হুমায়ুন কবির টিপু, জেলা কমিটি সম্পাদক সজিব কুমার নাথ, অসীম চক্রবর্তী, শিবলী সাদিক কফিল, সদস্য মো. জসিম উদ্দীন, গৈড়লা উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক শহিদুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্কাউটস সম্পাদক পীযুষ দে, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য পুলক চৌধুরী, ক্রীড়া শিক্ষক লিটন চৌধুরী, জসীম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক এ.কে.এম আবদুল হাই ভুঞা, শিক্ষকনেতা শ্যামল দে, ক্রীড়া সংগঠক গোলাম মোস্তফা মেম্বার, খেলাঘর সংগঠক অলক দে, মদিনা  বেগম, এরশাদুল হক আলমগীর।

 

খেলাঘর আন্তঃ আসর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে মুক্তাঙ্গন খেলাঘর আসর ২-১ গোলে দিশারী খেলাঘর আসরকে হারিয়ে সেমিফাইনালে উঠে। ২য় ম্যাচে পূর্বাশা খেলাঘর আসর ও প্রীতিলতা খেলাঘর আসরের খেলা ২-২ গোলে ড্র হলে ট্রাইবেকারে ৫-৪ গোলে সেমিফাইনাল নিশ্চিত করে পূর্বাশা খেলাঘর আসর। তৃতীয় ম্যাচে সোপান খেলাঘর আসর ৬-১ গোলে দেশপ্রিয়  খেলাঘর আসরকে হারিয়ে এবং সংকেত খেলাঘর আসর ৪-০ গোলে দ্বীপশিখা খেলাঘর আসরকে হারিয়ে সেমিফাইনালে উঠে।  খেলায় রেফারী ছিলেন মো. সুজন, সহকারী রেফারী ছিলেন মো. ফাহিম ও মো. জিলহাজ।

 

আগামী ১০ ডিসেম্বর শনিবার বিকালে একই মাঠে মুক্তাঙ্গন খেলাঘর আসর বনাম সংকেত খেলাঘর আসর, পূর্বাশা খেলাঘর আসর বনাম সোপান খেলাঘর আসরের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video