চট্টগ্রাম সিটি
কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম কিন্ডার
গার্টেন ও হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে
আয়োজিত দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
অংশগ্রহণ করেন।
১১ ফেব্রুয়ারি
শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তফা
হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব
মো. সরোয়ার আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম শিল্প গ্রুপ ও ওয়েলফেয়ার
ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফা
হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, সমাজসেবক নেছার আহমদ, সাবেক
উপাধ্যক্ষ বাদশা আলম, আলহাজ্ব মোস্তফা হাকিম কিন্ডার গার্টেন ও হাইস্কুলের প্রধান শিক্ষক
আবদুস সাত্তার মজুমদার, মৌসুমী দাশ ও জাকির আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি আলহাজ্ব মো. সরোয়ার আলম বলেন, চরিত্র গঠন, খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক
অনুষ্ঠান সহপাঠের অংশ। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আলোকিত মানুষ
হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানের সভাপতি পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম স্মার্ট বাংলাদেশ গড়ার মানসিকতায় নিজেদের পারদর্শী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
- মা.সো.
মন্তব্য করুন