চট্টগ্রামে অনুষ্ঠিত
আতিক কুতুবী স্মৃতি ভলিবল টুর্ণামেন্ট ২০২৩ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাতামুহুরী।
৬ মে শনিবার চকবাজার ভলিবল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম এম এ আজিজ
স্টেডিয়ামস্থ সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মাতামুহুরী ৩-২ সেটে
পদ্মা দলকে পরাজিত করে।
সাবেক জাতীয় ভলিবল
খেলোয়াড় মো. ইসমঈল কুতুবীর সভাপতিত্বে ও মো. ফরহাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাপনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক
সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক নুরুল ইসলাম সিকদার ভুট্টো।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আ.ন.ম ওয়াহিদ দুলাল। সিজেকেএস এর অতি. সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, সিজেকেএস ভলিবল কমিটির সহ-সভাপতি মো. শোয়াইব, যুগ্ম-সম্পাদক শামীম আহমেদ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, মো. গোলাম ফারুক, বিমল কান্তি শীল, শাহ নেওয়াজ, প্রণব দেবদাস, জাহেদ হোসেন, মিজানুর রহমান টিপু, নাজিম উদ্দীন, কাসেম কুতুবী, মো. শাহেদ, সাইফুল্লাহ মুনির, মো. জুরায়ের, মিরাজ ও আতিক কুতুবীর সন্তান তায়েফ এবং ওমাম প্রমূখ।
- মা.সো.
মন্তব্য করুন