চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক

২০২২-এর নোবেল বিজয়ীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ অক্টোবর ০৮, ১২:০৪ অপরাহ্ন
সাহিত্যে নোবেল পুরস্কার ২০২২ পেলেন ফরাসি লেখিকা আনি এর্ন্যো।

শুরু হয়েছে নোবেল পুরস্কার ২০২২ বিজয়ীদের নাম। গত কয়েকদিন ধরে এক এক করে বিভিন্ন ক্ষেত্র বা বিভাগের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত যেসব বিভাগে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন:

 

চিকিৎসা বিজ্ঞান

 

বিলুপ্ত হোমিন এবং মানব প্রজাতির জিনোম সম্পর্কিত গবেষণায় আবিষ্কারের দরুন চিকিৎসা বিজ্ঞানে একক ভাবে নোবেল বিজয়ী হয়েছেন সুইডেনের সান্তে প্যাবো।

 

পদার্থ বিজ্ঞান

 

কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য পদার্থবিজ্ঞানে এবছর যুগ্মভাবে নোবেল বিজয়ী হলেন যুক্তরাষ্ট্রের জন ক্লোজার, ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট এবং অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যাটন জেলিঙ্গার।

 

রসায়ন বিজ্ঞান

 

ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য রসায়ন বিজ্ঞানে যুগ্ম ভাবে নোবেল পুরস্কার বিজয়ী হলেন যুক্তরাষ্ট্রের ক্যারোলিন আর. বার্তোজি ও কার্ল ব্যারি সার্পলেশ, এবং ডেনমার্কের মর্টেন মেন্ডল।

 

জেনে রাখা ভালো, আমেরিকান বিজ্ঞানী কার্ল ব্যারি সার্পলেশ পঞ্চম ব্যক্তি হিসাবে দুবার নোবেল পুরস্কার পেলেন। এর আগে এ কৃতিত্ব অর্জন করেছিলেন জন বারডিন, মারি স্কলোডভস্কা কুরি, লিনাস পলিং এবং ফ্রেডেরিক স্যাঙ্গার। সার্পলেশ ২০০১-এ প্রথমবার রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

 

সাহিত্য

 

সাহস এবং নিখুঁত মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়কে একত্রিত করে যেভাবে তিনি ক্ষুরধার কলমে অনাবৃত করেছেন, সেই প্রেক্ষাপট থেকে সাহিত্য বিভাগে এককভাবে নোবেলজয়ী হলেন ফরাসি বাসিন্দা তথা লেখিকা আনি এর্ন্যো।

 

নোবেল কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, এর্ন্যোর সহজ সরল ভাষা, পরিষ্কার শব্দচয়ন, এবং আপোষহীন ও ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী মনোভাব পাঠককুলকে সর্বদা তাঁর লেখার প্রতি আগ্রহী হয়ে উঠতে বাধ্য করে।

 

নোবেল পুরস্কার বিশ্ব দরবারে সবচেয়ে সম্মানজনক পদক হিসাবে বিবেচিত। সমগ্র বিশ্বের মানবকল্যাণ মূলক কর্মকাণ্ড, গবেষণা ও উদ্ভাবনী বিষয়কেন্দ্রিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

 

ডিনামাইট আবিষ্কারক প্রখ্যাত সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নিম্নোক্ত বিষয়গুলোতে প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়:

 

১. সাহিত্য

২. অর্থনীতি

৩. চিকিৎসাশাস্ত্র

৪. পদার্থ বিজ্ঞান

৫. রসায়ন বিজ্ঞান

৬. শান্তি 

১৯০১-এ অর্থনীতি ব্যতীত অন্য সকল ক্ষেত্রে নোবেল পুরস্কার বিতরণ করা শুরু হয়। অর্থনীতিতে নোবেল পুরস্কার বিতরণ শুরু হয় ১৯৬৯ থেকে। উল্লেখ্য, পাঁচটি বিষয়ের নোবেল পুরস্কার সুইডেন থেকে বিতরণ করা হলেও, নোবেল শান্তি পুরস্কার কিন্তু প্রদান করা হয় নরওয়ে থেকে। নোবেল পুরস্কার বাবদ দেওয়া হয়ে থাকে একটি স্বর্ণপদক, একটি শংসাপত্র এবং এক কোটি সেক বা ১১ লক্ষ ৪৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি দশ কোটি টাকার মতো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video