সুদানে ছড়িয়ে পড়া যুদ্ধ বন্ধে ‘আমরা সম্পূর্নরুপে ব্যর্থ’ হয়েছি। কারণ,
সেখানে প্রতিদ্বন্ধি জেনারেলদের মধ্যে ক্রমবর্ধমান লড়াই একটি যুদ্ধবিরতির
প্রচেষ্টাকে ব্যাহত করেছে। ৩ মে বুধবার নাইরোবিতে সাংবাদিকদের এসব কথা বলেন
জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস।
তিনি সাংবাদিকদের আরো বলেছেন, ‘জাতিসংঘ বিস্ময়ে বিস্মিত’। কারণ বিশ্ব সংস্থা এবং
অন্যরা আশাবাদী ছিল যে, একটি বেসামরিক সরকার গঠনের বিষয়ে আলোচনা সফল হবে।
১৫ এপ্রিল সুদানের ডি ফ্যাক্টো নেতা আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার ডেপুটি প্রতিদ্বন্ধী মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে মারাত্মক এ যুদ্ধ শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রনালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে যুদ্ধে কমপক্ষে ৫৫০ জন নিহত এবং ৪,৯২৬ জন আহত হয়েছে।
- মা.ফা.
মন্তব্য করুন