চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক

সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে।

সুদান ছেড়ে পালিয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ Jun ২১, ০১:৩৫ অপরাহ্ন

সশস্ত্র দুই গ্রুপের মধ্যে লড়াই শুরুর পর থেকে সুদান থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ লোক। ২০ জুন মঙ্গলবার একথা জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।

 

নাইরোবীতে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী সংস্থা প্রধান আরো জানান, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা সুদান থেকে পাঁচ লাখ লোকের পালিয়ে আসা চিহ্নিত করেছি এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ লোক বলেও তিনি উল্লেখ করেন। বিশ্ব-শরণার্থী দিবস উপলক্ষে গ্রান্ডি আরো বলেন, আমরা এই সংঘাত বন্ধ করতে না পারলে শরণার্থীর ঢল বাড়তেই থাকবে।

 

এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলাতে জাতিসংঘ আশংকা করছে, এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিবেশী আফ্রিকান দেশগুলোকে অস্থিতিশীল করে তুলবে।

 

উল্লেখ্য, সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।


- মা.ফা.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video