যুক্তরাষ্ট্রের
ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমায় হামলা চালানো বন্দুকধারী আত্মহত্যা করেছে। এএফপি’র
এক সংবাদে জানা যায় পুলিশ গণমাধ্যম-কর্মীদের বলে আত্মহত্যার আগে সে তার মাকে
আত্মহত্যার কথা টেলিফোনে জানিয়ে দেয়।
আমেরিকায় পরপর ৩ দিন
বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ায় দুটি এলোপাতাড়ি গুলি হামলায় ১৮ জন নিহত
হওয়ার শোক কাটিয়ে ওঠার আগেই ইয়াকিমার একটি বাজারে হামলার ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত
হয়। যুক্তরাষ্ট্রে সর্বশেষ গুলি হামলার ঘটনা এটি।
এএফপি’র সংবাদে আরো বলা হয়, পুলিশ হামলাকারীকে জারিড হ্যাডক নামে সনাক্ত করেছে। তার বয়স ২১ বছর। তাকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালায়। এক পর্যায়ে পুলিশ জানতে পারে একটি ওয়্যার হাউসে হামলাকারী লুকিয়ে রয়েছে। তাকে গ্রেফতার করতে গেলে ওই বন্দুকধারী আত্মহত্যা করে।
- মা.ফা.
মন্তব্য করুন