যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন এলাকায় ২৫ অক্টোবর বুধবার সন্ধ্যায় এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ২২ জন এবং আহত হয়েছে আরো অনেকে। বন্দুকধারী এখনো পলাতক বলে জানিয়েছে পুলিশ।
২৬ অক্টোবর সিএনএন সংবাদ কে সিটি কাউন্সিলর রবার্ট ম্যাককার্থি বলেছেন, স্থানীয় একটি রেস্তোরাঁ ও বারসহ ওয়ালমার্ট বিতরণ কেন্দ্রে সন্ধ্যায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ফেসবুকে হামলাকারীর একটি ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে, ওই হামলাকারীর দাঁড়ি রয়েছে এবং সে ফুলহাতা শার্ট ও জিনস পরে আছেন। আধা-স্বয়ংক্রিয় রাইফেল হাতে বন্দুকধারী গুলি করার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।
অ্যানড্রোস্কোগিন কাউন্টির শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, তদন্তের জন্যে সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হচ্ছে। সন্দেহভাজন এখনো পলাতক।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা জানানো হয়েছে। তিনি এই ব্যাপারে খোঁজ খবর রাখছেন বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে দেশটির একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধৃতি দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, এই ঘটনায় ৫০ থেকে ৬০ জন আহত হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ আরো বলেছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে ৫শ’রও বেশি ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, এই ধরনের প্রতিটি গুলি হামলার ঘটনায় চার কিংবা আরো বেশি লোক আহত কিংবা নিহত হয়।
- মা.ফা.
মন্তব্য করুন