মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাংগুইয়ের
কাছে যাত্রীবোঝাই নৌকা ডুবে ৫৮ জন মারা গেছেন। ২০ এপ্রিল শনিবার এ কথা জানিয়েছেন নাগরিক
সুরক্ষা প্রধান।
টমাস ডিজিমাসে রেডিও গুইরাকে বলেছেন, “আমরা ৫৮টি প্রাণহীন
মৃতদেহ তুলতে পেরেছি। পানির নিচে ঠিক কতোজন আছে আমরা তা বলতে পারছি না।”
প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে
পোস্ট করা ভিডিও থেকে জানা গেছে, কাঠের নৌকাটি তিনশরও বেশি যাত্রী বহন করছিল। এমপোকো
নদীতে ডুবে যাওয়ার সময়ে নৌকায় অনেকেই দাঁড়িয়ে ছিলো এবং কেউ কেউ নৌকার কাঠের কাঠামোয়
বসে ছিলো।
রাজধানী বাংগুই থেকে ৪৫ কিলোমিটার দূরে
মাকোলোর গ্রাম প্রধানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার
৪০ মিনিট পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়।
শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সরকার সমবেদনা জানিয়ে এক ঘোষণায় বলেছে, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
- তথ্য সূত্র বাসস
মন্তব্য করুন