বাংলাদেশ আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ)-এর পঞ্চম সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়
অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে
এ সমাবেশ শুরু হয়েছে।
ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী রাজ কুমার সিং সংগঠনের
সভাপতি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন।
১১০টি সদস্য ও স্বাক্ষরকারী দেশের সংগঠন আন্তর্জাতিক সৌর জোটে ভারত সভাপতি
পদে পুনঃনির্বাচিত হয়েছে এবং ফ্রান্স সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।
সরকারি সূত্র জানায়, ২০টি দেশের মন্ত্রী এবং ১১০টি সদস্য ও স্বাক্ষরকারী দেশ
আর ১৮টি সম্ভাব্য সদস্য দেশের প্রতিনিধিরা নয়াদিল্লিতে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
পঞ্চম আইএসএ সমাবেশে নয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিদ্যুৎ,
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে রাজ কুমার সিং বলেন, আইএসএ একটি আন্তর্জাতিক রিসোর্স হাব হিসেবে গঠন করা হয়েছে, যেখানে অভ্যন্তরীণ কারিগরি দক্ষতা রয়েছে, যা সদস্য দেশগুলো সহজেই গ্রহণ করতে পারবে।
মন্তব্য করুন