পূর্ব জেরুজালেমে একের
পর এক হামলার জের ধরে অধিকৃত পশ্চিমতীরের ৯টি বসতিকে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে
ইসরাইলের নিরাপত্তা কেবিনেট। এএফপি’র এক সংবাদ মাধ্যমে
জানা যায় ১২ ফেব্রুয়ারি রবিবার ইসরাইলী কেবিনেট ঘোষণাটি উপস্থাপন করেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের একটি ভাষণে জানানো হয়, জেরুজালেমে ভয়াবহ
সন্ত্রাসী হামলার জের ধরে নিরাপত্তা কেবিনেট জুডিয়া ও সামারিয়ার নয়টি বসতিকে বৈধতা
দেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। এসব বসতি বহু বছর ধরে বিদ্যমান রয়েছে। ইসরাইল
সরকারের অনুমোদন ছাড়াই এসব বসতি নির্মাণ করা হয়।
এতে আরো জানানো হয়, দ্য
সিভিল এডমিনিস্ট্রেশান হাইয়ার প্ল্যানিং কমিটি এসব বসতি অনুমোদনের জন্যে আগামী
কয়েকদিনের মধ্যে বৈঠকে বসবে। যদিও ইসরাইলের এ বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের
পরিপন্থী। পশ্চিম তীরের বসতিতে চার লাখ ৭৫ হাজারেরও বেশি ইসরাইলী বাস করছে। সেখানে
রয়েছে ২৮ লাখ ফিলিস্তিনীর বসবাস।
ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দে চলতি বছরের শুরু থেকে নিহত হয় ৪৬ ফিলিস্তিনী। এছাড়াও প্রাণ হারায় ৯ ইসরাইলী ও একজন ইউক্রেনীয় নারী।
- মা.ফা.
মন্তব্য করুন