চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিসমূহ তুরস্কের জন্যে ভ্রমণ সতর্কতা জারি করায় প্রতিশোধমূলকভাবে একই পদক্ষেপ নিয়েছে আঙ্কারা।

তুরস্ক পাল্টা ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইইউ’র জন্য

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ জানুয়ারী ২৯, ০২:১৯ অপরাহ্ন
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান। -ফাইল ছবি।

যুক্তরাষ্ট্র ও ইইউর জন্য পাল্টা ভ্রমণ সতর্কতা জারি করেছে তুরস্ক। সংবাদ মাধ্যম এএফপি জানায়, ২৮ জানুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিসমূহ তুরস্কের জন্যে ভ্রমণ সতর্কতা জারি করায় আঙ্কারা প্রতিশোধমূলকভাবে একই পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়।

 

এতে আরো জানানো হয়, যুক্তরাষ্ট্র ও্ ইউরোপের বৃহৎ দেশসমূহ তাদের নাগরিককে তুরস্কের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ও গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো প্রতিরক্ষা জোটে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেয়ার বিষয়ে তুরস্কের বিরোধিতা নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে এ ভ্রমণ সতর্কতা জারি করা হয়।

 

সম্প্রতি স্টকহোম ও কোপেনহেগেনে তুরস্ক দূতাবাসের সামনে কট্টর ডানপন্থীদের পবিত্র কোরান পোড়ানোর ঘটনায় ভীষণ ক্ষুব্ধ আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম ভ্রমণ সতর্ক বার্তায় ইউরোপের বিপদজনক মাত্রার ধর্মীয় অসহিষ্ণুতা ও ঘৃণার কথা বলা হয়েছে। পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জুড়ে বর্ণবাদ এবং সম্প্রতি বিদেশীদের ওপর মৌখিক ও শারিরীক হামলার ঘটনারও উল্লেখ করা হয়।


- মা.ফা.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video