চট্টগ্রাম শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ অক্টোবর ২৪, ১২:৪৫ অপরাহ্ন

আপনার পুনঃনির্বাচন নিঃসন্দেহে আপনার দক্ষ-নেতৃত্ব, সাফল্য ও দৃষ্টিভঙ্গির জন্য। আপনার ওপর চীনের জনগণের এবং সিপিসির আস্থা ও বিশ্বাসের উপযুক্ত স্বীকৃতি। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক (জিএস) পদে পুনরায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নির্বাচিত হওয়ায় চিঠি লিখে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


২৩ অক্টোবর রাবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক প্রেস-বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমি সিপিসির ২০ তম কংগ্রেসের সফল সমাপ্তির জন্যও আমার আন্তরিক অভিনন্দন জানাই।

 

শেখ হাসিনা বলেন, প্রেসিডেন্ট শি ২০১২ সালে প্রথমবার সিপিসির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হওয়ার পর নির্ধারিত সিপিসির প্রথম শতবর্ষের লক্ষ্য- ২০২০ সালের মধ্যে একটি মাঝারি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা-বাস্তবায়ন বাংলাদেশ অত্যন্ত অনুরাগের সাথে পর্যবেক্ষণ করেছে।

 

প্রধানমন্ত্রী আরো বলেন, উদ্ভাবন, অর্থনৈতিক নীতি, জন-কেন্দ্রিক উন্নয়ন দর্শন এবং বহুক্ষেত্রগত সংস্কারের মাধ্যমে সর্বক্ষেত্রে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার দিকে চীনকে একটি নতুন যাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আপনার সংকল্প ও নির্দেশনার প্রশংসা করি। আমরা অংশীদারিত্বমূলক ভবিষ্যত সম্প্রদায় গড়ে তুলতে আপনার প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন আকাঙ্খার প্রতি আপনার অব্যাহত সমর্থনের প্রশংসা করি।

 

প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি আপনি এই চ্যালেঞ্জিং সময়ে বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আরো অবদান রাখবেন।


শি জিনপিংয়ের অব্যাহত সাফল্য ও সুস্বাস্থ্য এবং আগামী দিনে সকল সিপিসি সদস্য ও প্রতিনিধির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video