চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক

ওয়াশিংটনে হাজার হাজার লোকজনের মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ অক্টোবর ২৩, ০৪:৩৬ অপরাহ্ন

ইরানে দেশব্যাপী চলা বিক্ষোভকারীদের সমর্থনে শনিবার ওয়াশিংটনে ইরানী বংশোদ্ভূতরাসহ মিছিল করেছে হাজার হাজার লোকজন। নারী, জীবন, স্বাধীনতা ও ইরানের জন্যে ন্যায়বিচার ইত্যাদি শ্লোগান দিতে দিতে ন্যাশনাল মল থেকে হোয়াইট হাউস পর্যন্ত হেঁটে যায় মিছিলে অংশগ্রহণকারীরা।

 

মিছিল আয়োজকদের মধ্যে একজন সিয়ামাক আরমান জানান, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১০ হাজার ছাড়িয়ে গেছে। বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশের জন্যে এই র‌্যালীর আয়োজন করা হয়। আমার ধারণা ওয়াশিংটনে এটাই সবচেয়ে বড় র‌্যালী।

 

তিনি আরো জানান, ঠিকমতো হিজাব না পরার কারণে ইরানে কুর্দি তরুণি মাশা আমিনিকে পুলিশ গ্রেফতার করে। এতে গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে কুর্দি তরুণি মাশা আমিনি মারা যায়। তার মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে।

 - মা.ফা 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video