চট্টগ্রাম শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মঙ্গলবার ভোরে বিমান হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি বিমান হামলায় নিহত ৯ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ মে ০৯, ১২:১৭ অপরাহ্ন
মঙ্গলবার ভোরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হয় ৯ ফিলিস্তিনি।

ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। ৯ মে মঙ্গলবার ভোরে এ হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে এএফপির এক সংবাদ মাধ্যমে জানা যায়।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা গাজা উপত্যকা এলাকায় ইসলামিক জিহাদিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। গাজায় অবস্থান করা এএফপির এক সাংবাদিক হামলার পর একটি ভবনের ছাদে আগুন জ্বলতে এবং হতাহতদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নিতে দেখেছেন।

- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video