চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক

ইতালিতে নারী পুলিশ ধর্ষণের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ অক্টোবর ২২, ০৪:৪৩ অপরাহ্ন

ইতালিতে এক নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি জে. এম. (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ১৯ অক্টোবর মধ্যরাতে ইতালির দক্ষিণে নেপোলি বন্দরের পিসাকানে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ওই নারী পুলিশ রাতে ডিউটিশেষে নেপোলি বন্দরের পিসাকানের দিকে হাঁটছিলেন। ওই বাংলাদেশি আগে থেকেই নারী পুলিশটিকে অনুসরণ করছিল। একপর্যায়ে যুবকটি অতর্কিত হামলা চালিয়ে মহিলাটিকে ধর্ষণ করে, এবং এমনকি তাঁর শ্বাসরোধ করে তাঁকে হত্যার চেষ্টাও করে। সেসময়ে নারী পুলিশটির সঙ্গে অস্ত্র থাকলেও, তিনি তা বের করার অবকাশ পাননি বলে জানিয়েছেন।

পরে তিনি এক ট্রাকচালকের সহযোগিতায় পুলিশকে কল দেন। কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বাংলাদেশি যুবকটি অবৈধভাবে ইতালিতে বসবাস করছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে নারী পুলিশকে হত্যাচেষ্টা ও ধর্ষণের জবাবদিহিতার মামলা করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় গণমাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ইতালী প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় গভীর দুঃখ ও ঘৃণা প্রকাশ করে বলেছে, এটি অত্যন্ত ন্যক্কারজনক একটি ঘটনা। এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পুরো বাংলা কমিউনিটির জন্য কলঙ্কময় একটি অধ্যায় সৃষ্টি করেছে এই যুবক। এ ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের প্রতি স্থানীয়দের মধ্যে ঘৃণা জন্মাবে।

সম্প্রদায়ের একজন মুখপাত্র বলেন, এ কাজের উপযুক্ত শাস্তি পেলে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাজ করতে কেউ সাহস পাবে না। নিজেদের দেশের স্বার্থে এধরনের ঘৃণ্য কাজ থেকে সবাই দূরে থাকতে তিনি অনুরোধ জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video