চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক

ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের সামরিক সাহায্য দিচ্ছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত : শনিবার, ২০২২ জুলাই ২৩, ১২:১৮ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল ২২ জুলাই চারটি নতুন হিমার্স নির্ভুল রকেট সিস্টেম-সহ ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলার সামরিক সহায়তা প্রদানের চুক্তিপত্রে স্বাক্ষর করেছে।

 

হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের বলেছেন, রাশিয়া সারা দেশে (ইউক্রেনে) মারাত্মক হামলা চালিয়েছে, মল, অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়েছে, ইউক্রেনের নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।

 

তিনি বলেন, এই নৃশংসতার মুখে প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে দিয়েছেন যে, আমরা ইউক্রেন সরকার এবং তার জনগণকে যতদিন লাগে সাহায্য-সমর্থন অব্যাহত রাখব।

 

নতুন সামরিক সহায়তায় ইউক্রেনে পাঠানো  এম ১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স)-এর মোট সংখ্যা দাঁড়াবে ২০টিতে।

 

কিয়েভ বলেছে, হিমার্স ৮০ কিলোমিটার (৫০ মাইল)-এর মধ্যে লক্ষ্যবস্তুতে অবিকল আঘাত করতে পারে, যা রাশিয়ার মোকাবেলায় একটি গেম-চেঞ্জার।

 

পেন্টাগন প্যাকেজের আরো বিশদ বিবরণ দিয়ে বলেছে, ইউক্রেন ৫৮০টি ফিনিক্স ঘোস্ট-ছোট ও সহজে স্থানান্তর যোগ্য ড্রোন পাবে যা তাদের শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাবে।

 

সর্বশেষ এই সাহায্যের মধ্যে রয়েছে ৩৬ হাজার রাউন্ড আর্টিলারি গোলাবারুদ এবং চারটি কমান্ড পোস্ট ভেহিকেল, সাঁজোয়া পোস্ট যা যুদ্ধক্ষেত্রে অপারেশন সেন্টার হিসাবে কাজ করে।                             

 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ এই সপ্তাহের শুরুর দিকে আশা প্রকাশ করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ করা ১০০টির মতো হিমার ইউনিট হাতে এসে পৌঁছলে তাঁরা যুদ্ধের মোড় রুশ আক্রমণকারীদের বিরুদ্ধে ঘুরিয়ে দিতে পারবেন।


রাশিয়া সফলভাবে চারটি হিমার্স ইউনিট ধ্বংস করেছে-- এ কথা প্রেস ব্রিফিংয়ে অস্বীকার করেছেন নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video