চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপরাধ

পৃথক দুই অভিযানে ৬ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

গাঁজাসহ ২ মাদক পাচারকারী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ জানুয়ারী ১১, ০৬:৪১ অপরাহ্ন
মিরসরাইয়ে পৃথক অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশের হাতে গাঁজাসহ আটক ২ মাদক পাচারকারী।

চট্টগ্রামের মিরসরাইয়ে ৬ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ১০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এবং বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী যাত্রীবাহীবাস থেকে কক্সবাজার জেলার মৃত ছালামত উল্লাহর স্ত্রী হাছিনা বেগমকে (৪০) আটক করা হয়। পরে তার সাথে থাকা লাগেজে ৫ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়। একইদিন বিকালে কুমিল্লা জেলার বাঙ্গুরা বাজার থানার মো. রমজান আলীকে (৩২) যাত্রীবাহী বাস থেকে ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video