গাঁজাসহ ২ মাদক পাচারকারী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ জানুয়ারী ১১, ০৬:৪১ অপরাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে ৬ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ১০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এবং বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী যাত্রীবাহীবাস থেকে কক্সবাজার জেলার মৃত ছালামত উল্লাহর স্ত্রী হাছিনা বেগমকে (৪০) আটক করা হয়। পরে তার সাথে থাকা লাগেজে ৫ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়। একইদিন বিকালে কুমিল্লা জেলার বাঙ্গুরা বাজার থানার মো. রমজান আলীকে (৩২) যাত্রীবাহী বাস থেকে ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


- নাছির উদ্দিন/মিরসরাই


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework