চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সংস্কৃতি

অভিনেতা, চিত্রশিল্পী, কবি ও গল্পকার সাফায়াত খানের স্মরণ সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ মে ৩০, ০৪:২৭ অপরাহ্ন

অঙ্গন থিয়েটার ইউনিটের প্রাক্তন সভাপতি, শিল্প নির্দেশক নাট্যজন, চিত্রকর, কবি ও গল্পকার সাফায়াত খানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাফায়াত খান: একটি অসমাপ্ত গল্প শিরোনামে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করে অঙ্গন থিয়েটার ইউনিট।

 

২৭ মে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী মিলয়াতনে আয়োজিত স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্গন থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি, নাট্যকার নির্দেশক মিলন চৌধুরী। অঙ্গন থিয়েটার ইউনিটের বর্তমান সভাপতি নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সাধারন সম্পাদক মাহবুব রহমান। এ উপলক্ষে সাফায়াত খান: একটি অসমাপ্ত গল্প নামে একটি স্মারক সংকলন প্রকাশ করা হয়।


 

অঙ্গন থিয়েটার ইউনিটের সদস্য সপ্রতিভ দাশের বাঁশিতে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন গানের সুরে স্মরণ সভার সূচনা হয়। সাফায়াত খান অভিনীত নিবারণের স্বপ্ন স্বদেশ নাটকের একটি দৃশ্যের দলীয় সংগীত পরিবেশন করে অঙ্গনের সদস্যবৃন্দ। সাফায়াত খানের কবিতা পাঠ করেন শারদ মাযহার।

 

সাফায়াত খানের সৃজনশীল জীবনের নানাদিক উল্লেখ করে স্মৃতিচারণ করেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারন সম্পাদক মো. শাহ আলম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন শিকদার লিটন, প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, চলচ্চিত্র গবেষক আনোয়ার হোসেন পিন্টু, আলোকচিত্রী মউদুদুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনীর হেলাল, চারুশিল্পী সম্মিলনের বিজন মজুমদার, নাট্যজন শুভ্রা বিশ্বাস, কবি আবু মুসা চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামরুল আখতার, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, কবি কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, চিত্রশিল্পী উত্তম সেন, নাট্যজন অধ্যাপক ম সাইফুল আলম, কবি শিশির দত্ত, অঙ্গন থিয়েটারের অর্থ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্তী এবং সাফায়াত খানের সহধর্মিণী জাহানুর খান বেলি।

 

স্মৃতিচারণে সাফায়াত খানের সৃজনী প্রতিভা, আমুদে স্বভাব, শত প্রতিকুলতা সত্বেও জীবনকে সহজ ও স্বাভাবিক ভাবে গ্রহণ এবং উচ্ছল, প্রাণবন্ত থাকার সহজাত শক্তির কথা তুলে ধরেন বক্তারা। সাফায়াত খানের চিত্রকলা, গল্প কবিতা এবং তাঁর সৃষ্টি সংগ্রহ করে একটি স্মারক গ্রন্থ প্রকাশের অভিমত প্রকাশ করেন তারা।


- প্রেস বিজ্ঞপ্তি

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video