চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশুদ্ধ পানির মেশিন উদ্বোধন এবং এসেম্বলী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য সাউন্ড সিষ্টেম প্রদান করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

স্বাস্থ্য সুরক্ষায় বিশুদ্ধ পানির বিকল্প নেই - চসিক মেয়র

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ নভেম্বর ১৭, ০৬:২৫ অপরাহ্ন
শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশুদ্ধ পানির মেশিন উদ্বোধন এবং এসেম্বলী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য সাউন্ড সিষ্টেম প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বিশুদ্ধ পানি সবধরণের মানবাধিকারের ভিত্তি হিসেবে স্বীকৃত। নিরাপদ খাবার পানির অভাবে শিশু-কিশোরদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা সুরক্ষাসহ অন্যান্য বিষয়ের উপর প্রভাব ফেলে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পানে যে প্রতিষ্ঠান উদ্যোগী হয়েছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।  

 

১৬ নভেম্বর বুধবার সকালে বেসরকারী প্রতিষ্ঠান হাসির উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপদ পানি নিশ্চিতে চট্টগ্রাম নগরীর শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশুদ্ধ পানির মেশিন উদ্বোধন এবং এসেম্বলী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাউন্ড সিষ্টেম প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

অনুষ্ঠানে মেয়র শিক্ষকদের উদেশ্যে বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান প্রদান করতে হবে। বর্তমান প্রজন্ম আমাদের গৌরবগাঁথা মুক্তিযুদ্ধ ও ঐতিহ্য সম্পর্কে অনেক কিছুই জানেনা। তাদের এ ব্যাপারে বিশেষ পাঠদান ব্যবস্থায় নিয়ে প্রকৃত ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানাতে হবে। সপ্তাহে একদিন শিক্ষার্থীদের দ্বারা স্কুলের আঙ্গিনা ও শ্রেণীকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে তাদের প্রাত্যহিক জীবনে পরিস্কার পরিচ্ছন্নতা চর্চার অভ্যাস গড়ে তুলতে শিক্ষকদের ভুমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

বিদ্যালয়রে প্রধান শিক্ষক আবু তৈয়বের সভাপতিত্ব এবং মৌলভী আনছার উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার। মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার হোসেন, এনজিও সংস্থা হাসির পক্ষে মো. মহিউদ্দিন, মো. মোরশেদ, আবদুল্লাহ আইয়ুব, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাবীবুল আলম পেয়ারু, মো. মোজাম্মেল হোসেন সোহাগ, তপন সিং প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।


- ই.হো

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video