চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শিক্ষা

সাহস রাখ, প্রশ্ন কর এবং এগিয়ে যাও: স্পীকার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ আগস্ট ০৫, ০২:২০ অপরাহ্ন
চট্টগ্রামে এমএম আলী রোডস্থ Asian University for Women (AUW)-এর AUW Math and Science Summer School-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্য রাখছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সনদপ্রাপ্ত নবীন নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেয়েরা আজ কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। মনে সাহস রাখ, প্রশ্ন করে নিজের প্রতিভা বিকশিত করো এবং সামনে এগিয়ে যাও। আগামীর পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। জয় তোমার হবেই।

 

৪ আগস্ট শুক্রবার চট্টগ্রামের এমএম আলী রোডস্থ Asian University for Women (AUW)-এর AUW Math and Science Summer School-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

 

বক্তৃতার শুরুতে স্পীকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবসে শহীদ সকলের রুহের মাগফেরাত কামনা করেন।

 

স্পীকার বলেন, পৃথিবীকে পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে আমরা উন্নতি ও অগ্রগতির সুউচ্চ সোপানে পৌঁছতে পারি। নিজদের সমস্যা সমাধান করতে পারি। কাজেই মেয়েরা ঘরে বসে থাকতে পারে না। আধুনিক বিশ্বের নতুন নতুন জ্ঞান তাদের অর্জন করতে হবে। প্রতিযোগিতায় নিজেকে সামিল করে, নিজের সুপ্ত প্রতিভা বিকশিত করে অবস্থান তৈরি করতে হবে। সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দুর ও সর্বত্র সমতা প্রতিষ্ঠায় নিজেদেরকেও সামিল করতে হবে। তিনি বলেন, বড় স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।



 

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে উন্নতি ও অগ্রগতির উচ্চ শিখরে নিয়ে গেছে। শিক্ষাক্ষেত্র বিশেষ করে নারী শিক্ষায় সরকার অভূতপুর্ব সাফল্য অর্জন করেছে। বর্তমানে নারী শিক্ষার হার অনেক বেশি। এ হার ক্রমান্বয়ে বাড়ছে। এক্ষেত্রে তিনি বিনামূলে বই বিতরণ, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, মেয়েদের মোবাইল ট্যাব বিতরণসহ শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। কাজেই মেয়েদেরকে রোল মডেলের এ প্রাপ্তি ধরে রাখতে খাটতে হবে। এ সামার ক্যাম্প থেকে অর্জিত শিক্ষা নিজ নিজ সেক্টরে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে নিজের অংশগ্রহণ জোরদার করতে হবে। AUW-এর সামার সেশনে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার কোডিং এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞানের মতো বিষয়ে মেয়েদের ব্যাপক অংশগ্রহণ দেখে তিনি অভীভূত হন এবং এরকম কোর্স পরিচালনার জন্য AUW ও স্পন্সর প্রতিষ্ঠান শেভরণ বাংলাদেশকে ধন্যবাদ দেন।

 

AUW-এর ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরিন আখতার, শেভরন বাংলাদেশের কর্পোরেট এফেয়ার্স পরিচালক মুহাম্মদ ইমরুল কবির, মানাল মোহাম্মদ, AUW-এর ডিন অব ফ্যাকাল্টি ও একাডেমিক এফেয়ার্স ড. বীণা খুরানা, সুসানা উইলিয়ামস, কোর্স সমাপনকারী শিক্ষার্থী নিতু আক্তার বক্তৃতা করেন। পরে স্পীকার কোর্স সম্পন্নকারী ৫২ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করেন।

AUW তে পাঁচ সপ্তাহব্যাপী ভিন্নধর্মী এ প্রোগ্রামে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার কোডিং, জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান শেখানো হয়েছে। দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আগত পেশাদার ও অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক দ্বারা কোর্সটি পরিচালিত হয়। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এ কোর্সে অর্থায়ন করেন শেভরন বাংলাদেশ। বিগত ২০১৯ সাল হতে নারীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে এবং তাদের একাডেমিক দক্ষতা বিকশিত করতে শেভরন ও AUW যৌথভাবে এ প্রোগ্রামটি পরিচালনা করছে।


- প্রেস বিজ্ঞপ্তি

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video