চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শিক্ষা

জাতি গঠন, অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ বাংলাদেশসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগায় জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে অভিহিত করেছে।

শিক্ষার জন্য শেখ হাসিনা সরকারের বাজেট সর্বোচ্চ - শিক্ষা উপমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ মার্চ ১১, ০৫:৫৩ অপরাহ্ন
সাতকানিয়ায় চিব্বাড়ী এমএ মোতালেব কলেজের নবীন বরণ ও নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

অতীতের যেকোন সরকারের সারা বছরের যে বাজেট, প্রতি বছর শিক্ষা খাতের জন্য আওয়ামী লীগ সরকারের বাজেট তার চেয়েও বেশি। শিক্ষার জন্য শেখ হাসিনা সরকারের বাজেট সর্বোচ্চ। চট্টগ্রামের সাতকানিয়ায় চিব্বাড়ী এমএ মোতালেব কলেজের নবীন বরণ ও নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

 

১০ মার্চ শুক্রবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, বাজেট বৃদ্ধির কারণে একসময়ের অবহেলিত শিক্ষক সমাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই বেতন-ভাতা পাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান অবকাঠামোসহ অনেক উন্নয়ন হয়েছে।

 

দ্বীনি শিক্ষায় শেখ হাসিনা সরকারের অবদান তুলে ধরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান বলেন, প্রত্যেকটা নারীকে শেখ হাসিনার দূরদর্শিতা ও কর্মতৎপরতার দিকে লক্ষ্য রেখে ধর্মীয় অনুশাসন মেনে শিক্ষা গ্রহণ করতে হবে। অংশ নিতে হবে দেশের উন্নয়নে। মাদ্রাসা ও দ্বীনি শিক্ষার উন্নয়নের জন্য শেখ হাসিনা যে অবদান রেখেছেন তা অতীতের কোন সরকার দেখাতে পারেনি।

 

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও ইউএনও ফাতেমা-তুজ-জোহরা।


মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video