চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

সকালে মিরসরাই বঙ্গুবন্ধু অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে দুপুরে টুয়েন্টিফোর পার্কে ঘুরে বেড়ানোর পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় নৃত্য, গান, আবৃত্তি ও অভিনয় করে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। পরে কুইজ প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষা-সফর, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ নভেম্বর ০১, ১১:৩৬ পূর্বাহ্ন
সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করছে ছাত্রীরা। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করছেন শিক্ষককৃন্দ।

চট্টগ্রামের মিরসরাইয়ের অন্যতম বিদ্যালয় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক শিক্ষা-সফর, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে সকালে মিরসরাই বঙ্গুবন্ধু অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ ক্যাফে টুয়েন্টিফোর পার্কে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

৩০ অক্টোবর রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। ক্যাফে টুয়েন্টিফোর পার্কে ঘুরে বেড়ানোর পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় নৃত্য, গান, আবৃত্তি ও অভিনয় করে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। পরে কুইজ প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে গান, নৃত্য ও অভিনয়ে নৈপুণ্য প্রদর্শন করা এবং র‌্যাফেল ড্রতে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

 

প্রভাষক আজমল হোসেনের অনুষ্ঠানের সঞ্চলনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. সোহবার হোসেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বপালন করেন প্রভাষক নোমান মো. নিজাম উদ্দিন ও প্রভাষক সুবরাজ বণিক। কুইজ পরিচালনা করেন প্রভাষক কুতুব উদ্দিন তুষার। প্রভাষক ফেরদৌস হোসেন, ফয়সাল হোসেন, ফাহমিদা আফরোজ, অলক ঘোষ, জেরিন খানম, রিযাদ হোসেন, আরিফ হোসেন ও সাবেক ইউপি সদস্য সিরাজ মেম্বার এসময় উপস্থিত ছিলেন।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video